Ukieweb

Diary

I write here what I learn

ভার্সিটি ড্রপআউট’ই কি সফলতার চাবীকাঠি!

ভার্সিটি ড্রপআউট’ই কি সফলতার চাবীকাঠি!

ইদানিং একটা ট্রেন্ড লক্ষনীয়, উঠতি বয়সের ছেলেমেয়েরা ভার্সিটি ড্রপআউট হতে চায় সফলতার চূড়ায় পৌছতে। মিডিয়া ভার্সিটি ড্রপআউট ব্যাপারটাকে এমনভাবে ফোকাস করেছে যে ভার্সিটি ড্রপআউটই হলো সফলতার চাবীকাঠি এবং ভার্সিটিতে পড়ে সফল হওয়া কোনভাবেই সম্ভব না। অথচ ভার্সিটি ড্রপআউট সফল ব্যাক্তির সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকজন। তাদের মধ্যে স্টিভ জবস, বিল গেটস ও জুকারবার্গ অন্যতম। যেখানে বিল ও মার্ক দুজেনেই ছিলেন হার্ভার্ডের স্টুডেন্ট। এ থেকে এটা স্পস্ট যে তারা অবশ্য তুখোড় স্টুডেন্ট ছিলেন। হয়তো গবেষনার প্রয়োজনে তারা একসময় পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। কিন্তু আপনি যদি বাংলাদেশের দারুল ইহসান ভার্সিটি থেকে ড্রপআউট হবার চিন্তা করেন তবে আর ফেসবুক বা মাইক্রোসফট বানানো লাগবে না, সর্বোচ্চ মাইক্রো’র ড্রাইভার হতে পারবেন।

আমরা সকলেই ভালো কিছু করার ক্ষেত্রে ড্রপআউট হওয়ার উদাহরন দিয়ে স্টিভ ও জুকারবার্গকে দেখাই কিন্তু এর থেকেও যে কোন অংশে কমনা বরং কিছু ক্ষেত্রে বেশি গুগলের প্রতিষ্ঠাতাদ্বয়ের নাম একবারের জন্যও নেই না। এ দুজন কিন্তু ভার্সিটি ড্রপআউট নন বরং গুগল হলো তাদের থিসিস প্রোজেক্ট। হ্যা সার্গেই ব্রিনলেরী পেজ তাদের পিএইচডি’র প্রোজেক্ট হিসেবে গুগল ডেভলপ করেছিলেন আর আজকের এ গুগলই সেই গুগল।

আমরা যে লিনাক্স লিনাক্স বলে গলা ফাটাই এই লিনাক্সের জনক লিনাস টরভালস কিন্তু কম্পিউটার সাইন্সে মাস্টার্স করেছেন University of Helsinki থেকে। হ্যা তিনি ভার্সিটি ড্রপআউট নন।

এ্যামাজনের প্রতিষ্ঠাতা Jeff Bezos কিন্তু দুটি ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্সের উপরে।

আমরা যারা পিএইচপি নিয়ে হাজার হাজার ডলার ইনকাম করছি এই পিএইচপির জনক Rasmus Lerdorf তার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন University of Waterloo থেকে এ্যাপ্লাইড সাইন্স ইন সিস্টেমস ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর উপরে। যারা পড়ালেখা বাদ দিয়ে ভার্সিটি ড্রপআউট হয়ে সফল হতে চান এটা শুধুই তাদের নিজেদেরকে সান্তনা দেয়া, যে না আমি একাই নই আমার দলে স্টিভ, বিল ও মার্ক আছে। যেমনটা পরীক্ষার রেজাল্টে নিজে খারাপ রেজাল্ট করে খোজেন আপনার আর কোন বন্ধু আপনার থেকে খারাপ রেজাল্ট করেছে, যখন খুজে পান তখন মনে মনে একটা পাশবিক আনন্দ কাজ করে যে আমি একাই ফেইল করিনি।

তাই যারা সফল হবার জন্য ভার্সিটি ড্রপআউটকে চাবি হিসেবে বেছে নিতে চান তাদের জন্য এক বালতি সমবেদনা। সফল হবার জন্য ভার্সিটি ড্রপআউটের প্রয়োজন নেই প্রয়োজন প্যাশনের, প্রয়োজন প্রত্যয়ের, প্রয়োজন জ্ঞান পিপাষার। জানতে থাকুন, সময়ই আপনাকে বলে দিবে এখন আপনাকে কি করতে হবে।

0 Comments

To make a comment you have to login