জ্ঞানও সফলতার প্রতিবন্ধকতা হতে পারে

knowledge-overhead

আচ্ছা, নলেজ বা জ্ঞান কি সবসময়েই ভালো? জ্ঞান কি সবসময়েই সমৃদ্ধি বয়ে আনে? আমাদের সকলেরই কি প্রচুর জ্ঞান অর্জন করা উচিৎ?

এর এককথায় উত্তর হলো না। হ্যা ঠিকই শুনেছেন, জ্ঞান অর্জন সবসয়ম ভালো না। জ্ঞান কিছু সময়ে সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাড়াতে পারে, কিছু সময় জ্ঞান বা নলেজ আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে।

আচ্ছা আমরা যে প্রচুর বই পড়ি, প্রচুর পডকাস্ট শুনি, ভিডিও দেখি এগুলো সবই কি জ্ঞান? হতে পারে এগুলো জ্ঞান কিন্তু আমরা এগুলোকে ভিন্নভাবে বলতে পারি। আমি এই সবকিছুকে জ্ঞান মনে করি না, বরং এই সবকিছু ডাটা। আমারা অধিকাংশ ক্ষেত্রেই ডাটাকে ইনফরমেশনে রূপ দিতে পারি না। আমাদের মস্তিস্কে যা আছে সেগুলো বিচ্ছিন্ন কিছু আনঅর্গানাইজড মিনিংলেস ফ্যাক্ট। যা আমাদের প্রয়োজনিয় ইনফরমেশনের কাছে যেতে বাধা প্রদান করে।

অপ্রয়োজনিয় জ্ঞান বা ডাটা থাকার কারনে আমরা প্রতিনিয়তই নানান সমস্যার সম্মুখিন হই। অনেক ক্ষেত্রে পিছিয়ে পরি। বিশেষ করে আমাদের প্রফেশনে তো এটা হরহামেশাই ঘটে, অন্যও প্রফেশনেও এটির প্রভাব রয়েছে। আমি এর দ্বারা যতটুকু সাফার করেছি এবং সেই আলোকে এটি নিয়ে যতটুকু জেনেছি সেটাই শেয়ার করার চেস্টা করছি।

➡ Paralysis by Analysis – এটা জ্ঞান অর্জনের(আমি বলবো অপ্রয়োজনীয় ডাটা কনজুমিং) একটা বড় সমস্যা। যখন আপনার কাছে কোনো একটা বিষয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নলেজ থাকে তখন অধিকাংশ ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহনে জটিলতা তৈরী হয় এবং এ্যাকশন নিতে ডিলে হয়।

যেমন, অনেক ক্ষেত্রে কোনো স্টার্টআপ তাদের প্রোডাক্ট লঞ্চিংয়ে বেশ সময় নিয়ে ফেলে বা ডিলে করে কারন তারা কন্টিনিউয়াসলি মার্কেট এনালাইসিস, ট্রেন্ডস, কম্পিটিটর এনালাইসিস করে একটা পারফেক্ট প্রোডাক্ট তৈরী করতে চায়, যেখানে তারা একটি MVP রিলিজ করে ইউজারের ফিডব্যাক নিয়ে ধিরে ধিরে এটাকে ডেভলপ করতে পারতো।

আবার আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা তারাও আক্রান্ত, আমরা অনেকসময় আমাদের অবস্থানের থেকে অনেক উচ্চমর্গীয় জ্ঞান কনজিউমিংয়ের কারনে প্রায়সই সিদ্ধান্তের ক্ষেত্রে কিংবা ডেভলপমেন্টের ক্ষেত্রে ডিলে করে থাকি। ধরুন, কেউ একজন যিনি খুবই বেসিক লেভেল আছেন, তার এখন শেখা দরকার OOP, বেসিক এলগোরিদম কিন্তু সে এখন কনজিউম করতেছে Google এর আর্কিটেক্ট এর লেখা মাইক্রোসার্ভিস ডিজাইন, Kubernetes, আর্কিটেকচরাল ডিজাইন প্যাটার্ন ইত্যাদি। এখন এই লোক যখন কোন সফটওয়্যার ডেভলপকরতে যাবে যে সিদ্ধান্তহীনতায় ভুগবে, যে এটা মাইক্রোসার্ভিস বানাবে কিনা, এটাতে কতো মিলিয়ন রিকুয়েস্ট সার্ভ করতে পারবে, RDMS নাকি NoSQL ব্যবহার করবে এটা নিয়ে ভাবতে ভাবতেই প্রোজেক্টের অর্ধেক সময় নষ্ট করবে।

➡ Information Overload –  এটি আরেকটি সমস্যা, অতিরিক্ত তথ্য কনজিউমিং অনেকসময় ওভারহেড হতে পারে যা সত্যিকারের দরকারি বিষয়গুলোতে ডিফোকাস করে দিতে পারে। এটি কর্মদক্ষতা হ্রাস করে এবং মানুষকে ইফোর্টলেস করে দেয়। অতিরিক্ত অপ্রয়োজনীয় ইনফরমেশন কনজিউমিং এর কারনে ব্রেইনে যেকোনো কাজে বেশি প্রসেস করতে এবং ব্রেইন ক্লান্ত থাকে, ফলে সে অনেককিছু জানলেও সেটার প্রয়োগ করতে পারেনা।

যেমন,  আমাদের অনেককেই দেখবেন তারা নিজেকে বলে ফুলস্ট্যাক ডেভলপার কিংবা আরেকটি টার্ম দেখবেন Polyglot Programmer. এরা যদিও দাবি করেন যে সবগুলো স্ট্যাক তারা পারেন কিংবা অনেকগুলো ল্যাংগুয়েজে কাজ করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন অধিকাংশই কোনো বিষয়ে মাস্টার নন, আরও ভালোভাবে বললে তারা কোনোটাই ভালো পারেন না। এর অন্যতম একটি কারন হচ্ছে Information Overloading.

➡ Confirmation Bias – অনেকসময় পূর্বে কোনো জ্ঞান আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। অর্থাৎ আমরা সিদ্ধান্তে ক্ষেত্রে এমন সকল বিষয় খুজি যেটা নিয়ে আমি পূর্বের ধারনা ছিলো, অর্থাৎ আমরা আমাদের নিজের জ্ঞান দিয়েই কোনো জিনিস বোঝার চেস্টা করি, ফলে বিগার পিকচারে ঐ বিষয়টা বোঝার সুযোগ হয় না।

যেমন, একজন সি-লেভেলের লোকের কোনো একটা নির্দিষ্ট মার্কেটিং স্ট্রেটেজিকেই সর্বোত্তম এ্যাপ্রোচ মনে করা এবং রিয়েল ডাটাকে উপেক্ষা করে সেখানেই ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া।

➡ Overconfident – অতিরিক্ত নলেজ কনজিউমিং অনেকসময় মানুষকে ওভারকনফিডেন্ট করে তুলে, ফলে সে কোনো কাজের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে চ্যালেঞ্জগুলোকে অবহেলা করতে শুরু করে, যেটি ফেইলারের কারন হয়ে যায়।

যেমন, অনেকেই জ্ঞান ডাইজেস্ট করার থেকে বেশি জ্ঞান অর্জনের ফলে একটা ওভারকনফিডেন্ট চলে আসে কিন্তু সেই বিষয়ে বাস্তবিক কাজের ধারনা বা অভিজ্ঞতা না থাকার কারনে সে চ্যালেঞ্জগুলোকে আন্ডারস্টিমেট করে এবং দিনশেষে ফেইল করে।

যাইহোক, এই কথাগুলো মানে কি? আমরা জ্ঞান অর্জন করবো না? নাকি পড়াশুনা বন্ধ করে দিবো? না আমরা পড়ালেখাও করবো এবং জ্ঞান অর্জনও করবো, তবে সেটা ব্যালান্স ওয়েতে। অর্থাৎ আমি যতটুকু নলেজ ডাইজেস্ট করতে পারি, যেটি এখন আমার সাথে সম্পৃক্ত, যেটি বোঝার মতো পর্যাপ্ত সক্ষমতা আমার রয়েছে সেটাই আমি কনজিউম করবো। আমি নলেজ কনজিউমকে প্রায়োরাটাইজ করবো এবং এটি অর্জনের ক্ষেত্রে বিনয়ী হবো। আমাকে খেয়াল রাখতে হবে, আমার জ্ঞান কি ডাটা নাকি ইনফরমেশন। আমাকে ডাটাকে ইনফরমেশনে কনভার্ট করতে জানতে হবে, জানতে হবে ইনফরমেশনের সঠিক প্রয়োগ। নাহলে জ্ঞানই আপনাকে অজ্ঞ করে তুলবে 🙂